প্রতিষ্ঠানের নাম | : | দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (DSK) |
পদের নাম | : | অর্থ ও প্রশাসনিক কর্মকর্তা (কর্ম স্তর -৯) |
আবেদনের মাধ্যম | : | ডাকযোগে, ইমেইল, অনলাইন। |
বিজ্ঞপ্তি প্রকাশ | : | ২২ জুন ২০২২ ইং |
আবেদনের শেষ তারিখ | : | ৩০ জুন ২০২২ ইং |
সাম্প্রতিক সময়ে দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (DSK) এর অফিসিয়াল ওয়েবসাইটে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (DSK) -১৯৮৯ সাল থেকে বাংলাদেশের নগর ও পল্লী অঞ্চলে দরিদ্র জনগণের জন্য বিভিন্ন উন্নয়নমূলক আর্থ-সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমানে (IOM) সমর্থিত বল প্রয়োগে বাস্তুুচ্যুত মিয়ানমার নাগরিকদের জন্য বাস্তবায়নকৃত জরুরী প্রকল্পে কক্সবাজার জেলার উখিয়া উপজেলায় নিম্নিলিখিত পদে যোগ্যতাসম্পন্ন প্রার্থী নিয়োগ করবে।
সংক্ষিপ্ত বিবরণ | |
---|---|
পদের নাম | অর্থ ও প্রশাসনিক কর্মকর্তা |
পদের সংখ্যা | ০১ (এক) টি। |
কর্মসংস্থানের অবস্থা |
পুরো সময় |
শিক্ষাগত যোগ্যতা | বানিজ্যে স্নাতকোত্তর। কোন বিষয় তৃতীয় বিভাগ বা জিপিএ ২.০ গ্রহণযোগ্য নয়। CACC অগ্রাধিকার। |
অভিজ্ঞতা | এনজিওতে দাতা সংস্থার অর্থায়নে পরিচালিত প্রকল্পে সংশ্লিষ্ট কাজে ০৩ (তিন) বছরের অভিজ্ঞতা থাকতে হবে। |
বয়স | ৪০ (চল্লিশ) বছর। |
অতিরিক্ত কার্যক্রম | কম্পিউটার একাউন্টিং সফটওয়্যার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। সরকারি নিয়মানুযায়ী ভ্যাট ও ট্যাক্স আইন সম্পর্কে ধারণা এবং ক্রয় নীতি অনুসারে অর্থ ব্যয় ও নথি সংরক্ষণের দক্ষতা থাকতে হবে। |
চাকরির স্থান | কক্সবাজার (উখিয়া) |
বেতন | সর্বসাকুল্যে ৭৬,০০০/- টাকা। |
আগ্রহী প্রার্থীদেরকে এক কপি ছবি সনদপত্রে অনুলিপিসহ আগামী ৩০ জুন ২০২২ ইং তারিখের মধ্যে নির্বাহী পরিচালক, দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (DSK) বরাবরে আবেদনপত্র নিম্ন ঠিকানায় পৌঁছাতে হবে। আবেদনপত্রে ফোন/মোবাইল নম্বর লিখতে হবে। বেতনের উপর প্রযোজ্য আয়কর উৎসে কর্তন করা হবে। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের পরীক্ষা নেয়া হবে। অধিকযোগ্য প্রার্থীর ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য হবে। যোগ্য মহিলা ও অভ্যন্তরীণ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। খামের উপর পদেরে নাম উল্লেখ করতে হবে।
বাড়ি #৭৪১, সড়ক #৯, বায়তুল আমান হাউজিং সোসাইটি, আদাবর, ঢাকা-১২০৭।
ই-মেইল এ আবেদন পাঠানোর ঠিকানাঃ dskhr@dskbangladesh.org
ই-মেইলে আবেদনের ক্ষেত্রে পদের নাম উল্লেখ করতে হবে।
এরকম আরো চাকরির বিজ্ঞপ্তি পেতে আমাদের ফেসবুক পেইজটি ফলো করুন, ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করুন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক গ্রুপেও জয়েন করতে পারেন। ধন্যবাদ।
একটি মন্তব্য পোস্ট করুন