মার্কিং সহকারী পদে লোক নিয়োগ দিবে ব্র্যাক।

মার্কিং সহকারী পদে লোক নিয়োগ দিবে ব্র্যাক

মার্কিং সহকারী পদে লোক নিয়োগ দিবে ব্র্যাক। 

 বিজ্ঞপ্তি প্রকাশিত    


 :

 ২৫ মে ২০২২।

 শূণ্যপদ


 :

 নির্ধারিত নয়। 

 আবেদনের মাধ্যম 


 :

 অনলাইন।

 আবেদনের শেষ তারিখ


 :

 ৩১ মে ২০২২


ব্র্যাক বাংলাদেশে প্রতিষ্ঠিত একটি আর্ন্তজাতিক উন্নয়ন সংস্থা যা বিশ্বব্যাপী বৈষম্য এবং দারিদ্র্যের মধ্যে বসবাসকারী ১০০ মিলিয়নেরও বেশি লোকের সাথে অংশীদারিত্ব করে যাতে সম্ভাব্যতা উপলব্ধি করার টেকসই সুযোগ তৈরি করা যায়।

ব্র্যাকে কাজ করা অন্যসব চাকরির মতো নয়। এটি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আপনি এমন লোকেদের জন্য বাস্তব পরিবর্তন আনতে পারেন যাদের এটি সবচেয়ে বেশি প্রয়োজন। ব্র্যাক কেবল একটি উন্নত বিশ্বের স্বপ্ন দেখছে না, তারা এটি তৈরি করছে। কাজ করার সঠিক পথ খুঁজে পেতে ব্র্যাকের সাথে যোগ দিন। 

চাকরির অবস্থান: ব্র্যাক কুমন, উত্তরা সেন্টার। 

শিক্ষাগত যোগ্যতা: যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান থেকে যে কোনো বিষয়ে স্নাতক। 

অভিজ্ঞা: কমপক্ষে ০২ (দুই) বছরের অভিজ্ঞতা থাকতে হবে।









Post a Comment

নবীনতর পূর্বতন
Right click is disabled for this website.