বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২


একনজরে জানুন
প্রতিষ্ঠানের নাম
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার ব্যাটালিয়ন)
বিজ্ঞপ্তি প্রকাশ
১৯ জুন ২০২২ ইং
আবেদনের শেষ তারিখ
২৫ জুন ২০২২ ইং
আবেদনের মাধ্যম
অনলাইন



সাম্প্রতিক সময়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী’র অফিসিয়াল ওয়েবসাইটে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আপনি যদি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে যোগদান করতে আগ্রহী থাকেন তবে এই বিজ্ঞপ্তিটি আপনার জন্য।  বিজ্ঞপ্তিটি বিস্তারিত নিচে তুলে ধরা হলো-

১। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অন্যতম অনুষঙ্গ সাধারণ আনসার। ৫২৯৮০ জন প্রশিক্ষিত সাধারণ আনসার সদস্য বর্তমানে ৪৯৮৩টি সংস্থায় অঙ্গীভূক্ত রয়েছেন। উক্ত সদস্যবৃন্দ বিমানবন্দর, সমুদ্রবন্দর, পাওয়ার স্টেশন এর মত গুরুত্বপূর্ণ কেপিআই, শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠান, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান মহানগরীতে ট্রাফিক কন্ট্রোল, নৌ ও অন্যান্য গণ-পরিবহণ, রেল স্টেশন এবং অন্যান্য সরকারি ও বেসরকারি স্থাপনার নিরাপত্তা বিধান করছেন। সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করে আপনি হতে পারেন আনসার বাহিনীর একজন গর্বিত সদস্য। তাছাড়া আপনি অঙ্গীভূক্ত আনসার হিসেবে নিরাপত্তা সেবায় অংশগ্রহণের সুযোগ পেতে পারেন। আপনি আগ্রহী ও যোগ্য প্রার্থী হলে অনলাইনে আবেদন করবেন এবং আপনাকে বাছাইয়ের জন্য নির্ধারিত স্থান ও তারিখের সময়সূচি অনুযায়ী বাছাই কমিটির নিকট উপস্থিত হতে হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের ১০ সপ্তাহ মেয়াদী সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। 


বয়স : ১৮ হতে ৩০ বছর (১৯.০৬.২০২২ খ্রি: ন্যূনতম বয়স ১৮ বছর এবং ২৫.০৬.২০২২ খ্রি: সর্বোচ্চ বয়স ৩০ বছর)
শিক্ষাগত যোগ্যতা:ন্যূনতম JSC/সমমান পাশ
শারীরিক যোগ্যতা :উচ্চতা: সর্বনিম্ন ৫ ফুট ৪ ইঞ্চি
বুকের মাপ: ৩০/৩২ ইঞ্চি
দৃষ্টি শক্তি: ৬/৬
কোন দুরারোগ্য ব্যাধি থাকলে প্রার্থীকে প্রাথমিক বাছাইয়ে নির্বাচন করা হবে না। 
অগ্রাধিকার  :অধিক উচ্চতা, শহীদ পরিবার, ক্রীড়া ও সংস্কৃতি ক্ষেত্রে অধিক যোগ্যতা সম্পন্ন, (ভিডিপি/টিডিপি) মৌলিক প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীকে অগ্রাধিকার দেয়া হবে। 
মন্তব্য :

ইউনিয়ন ডিজিটাল সেন্টার (UDS) অথবা যে কোন অনলাইন সুবিধা সম্পন্ন কম্পিউটার থেকে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়েবাসইট এ ‘সাধারণ আনসার (পুরুষ) মৌলিক প্রশিক্ষণের আবেদন‘ লিংকে ক্লিক করে আবেদন পত্র পূরণ করে দাখিল করা যাবে। উক্ত লিংকটি ১৯ জুন ২০২২ ইং রাত ১২ ঘটিকা হতে ২৫ জুন ২০২২ ইং রাত ১১ঃ৫৯ মিনিট পর্যন্ত সক্রিয় থাকবে। টাকা জমাদানের শেষ সময় ২৫ জুন ২০২২ ইং সন্ধ্যা ০৬ ঘটিকা পর্যন্ত। রেজিষ্ট্রেশন ফি বাবদ অফেরতযোগ্য ২০০ (দুইশত) টাকা অনলাইনে প্রদর্শিত বিকাশ/রকেট/মোবিক্যাশ ইত্যাদির মাধ্যমে জমা দিতে হবে। আবেদনপত্র দাখিল ও ফি পরিশোধ সংক্রান্ত কোন সমস্যা হলে পরামর্শের জন্য ০৯৬৪৩২০৭০০৪ নম্বরে যোগাযোগ করতে হবে। রেজিষ্ট্রেশন সম্পন্ন হলে প্রবেশপত্রটি প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে এবং বাছাইয়ের সময় অবশ্যই তা প্রদর্শন করতে হবে। 

ক) শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র। 
খ) জাতীয় পরিচয়পত্রের মূল কপি। 
গ) চারিত্রিক সনদপত্রের মূল কপি। 
ঘ) নাগরিকত্ব সনদের মূল কপি। 
ঙ) অন-লাইন রেজিষ্ট্রেশনের কনফারমেশন ডকুমেন্টের (প্রবেশপত্র) মূল কপি। 
চ) ক থেকে ঙ পর্যন্ত সকল ডকুমেন্টের গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত ফটোকপি। 
ছ) গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত সদ্য তোলা ০৪ (চার) কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি। 
জ) প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের জন্য কলম, পেন্সিল, স্কেল ও ক্লিপবোর্ড সঙ্গে আনতে হবে। 


ক) প্রশিক্ষণ শেষে অঙ্গীভূক্ত হলে মাসিক সমতল এলাকায় ১৬,২০০ টাকা এবং পার্বত্য এলাকায় ১৭,৪০০ টাকা ভাতা প্রাপ্য হবেন। 
খ) প্রতি বছর দুটি উৎসব ভাতা প্রাপ্য হবেন ৯৭৫০/- টাকা হারে। 
গ) দুই ইউনিট রেশন ভর্তূকি মূল্যে প্রদান করা হবে। 
ঘ) কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণ করলে পাঁচ লক্ষ টাকা এবং স্থায়ী পঙ্গুত্ববরণ করলে দুই লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে। 

 
রেঞ্জের নাম
জেলার নাম প্রাথমিক বাছাইয়ের স্থান, তারিখ ও সময় মন্তব্য














ঢাকা রেঞ্জ

নরসিংদী জেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্র, কাতিয়ারচর, কিশোরগঞ্জ।
তারিখ: ০২/০৭/২০২২ খ্রি:
সময় ০৯:০০ ঘটিকা।


























অনিবার্য কারণবশত বাছাইয়ের তারিখ,
সময় ও কেন্দ্র পরিবর্তিত হলে বাহিনীর
ওয়েবসাইটে তা প্রদর্শিত হবে এবং
আবেদনকারীকে মোবাইল মেসেজের
মাধ্যমে অবহিত করা হবে।
কিশোরগঞ্জ
টাঙ্গাইল জেলা আনসার ও ভিডিপি কার্যালয়, মানিকগঞ্জ।
তারিখ: ০৫/০৭/২০২২ খ্রি:
সময়: ০৯:০০ ঘটিকা।
মানিকগঞ্জ
ঢাকা ওসমানী পৌর স্টেডিয়াম, নারায়নগঞ্জ।
তারিখ: ১৬/০৭/২০২২ খ্রি:
সময়: ০৯:০০ ঘটিকা।
গাজীপুর
নারায়নগঞ্জ
মুন্সিগঞ্জ
মাদারীপুর ২০ আনসার ব্যাটালিয়ন, মাদারীপুর।
তারিখ: ১৮/০৭/২০২২ খ্রি:
সময়: ০৯:০০ ঘটিকা।
শরীয়তপুর
গোপালগঞ্জ
ফরিদপুর জেলা আনসার ও ভিডিপি কার্যালয়, ফরিদপুর।
তারিখ: ২০/০৭/২০২২ খ্রি:
সময়: ০৯:০০ ঘটিকা।
রাজবাড়ী








চট্টগ্রাম রেঞ্জ
বান্দরবান শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়াম, কক্সবাজার।
তারিখ: ০৩/০৭/২০২২ খ্রি:
সময়: ০৯:০০ ঘটিকা।
কক্সবাজার


চট্টগ্রাম
প্রশিক্ষণ মাঠ, চট্টগ্রাম রেঞ্জ কার্যালয়, ফয়‘স লেক, চট্টগ্রাম।

তারিখ: ১৭/০৭/২০২২ খ্রি:

সময়: ০৯:০০ ঘটিকা
খাগড়াছড়ি জেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্র, চেঙ্গী, খাগড়াছড়ি।
তারিখ: ১৯/০৭/২০২২ খ্রি:
সময়: ০৯:০০ ঘটিকা।
রাঙামাটি












খুলনা রেঞ্জ
খুলনা ০৩ আনসার ব্যাটালিয়ন, ইলাইপুর, রূপশা, খুলনা।
তারিখ: ০৩/০৭/২০২২ খ্রি:
সময়: ০৯:০০ ঘটিকা।
বাগেরহাট
নড়াইল নড়াইল স্টেডিয়াম, নড়াইল।
তারিখ: ০৫/০৭/২০২২ খ্রি:
সময়: ০৯:০০ ঘটিকা।
মাগুড়া
মেহেরপুর ১৪ আনসার ব্যাটালিয়ন, ডিঙ্গেদহ, চুয়াডাঙ্গা।
তারিখ: ১৬/০৭/২০২২ খ্রি:
সময়: ০৯:০০ ঘটিকা।
চুয়াডাঙা
সাতক্ষীরা জেলা আনসার ও ভিডিপি কার্যালয়, যশোর।
তারিখ: ১৮/০৭/২০২২ খ্রি:
সময়: ০৯:০০ ঘটিকা
যশোর
কুষ্টিয়া জেলা আনসার ও ভিডিপি কার্যালয়, কুষ্টিয়া।
তারিখ: ২০/০৭/২০২২ খ্রি:
সময়: ০৯:০০ ঘটিকা।

ঝিনাইদহ





সিলেট রেঞ্জ
সিলেট জেলা আনসার ও ভিডিপি কার্যলয়, সুনামগঞ্জ।
তারিখ: ১৭/০৭/২০২২ খ্রি:
সময়: ০৯:০০ টাকা।

সুনামগঞ্জ
মৌলভীবাজার ০২ আনসার ব্যাটলিয়ন, কালাপুর, শ্রীমঙ্গল।
তারিখ: ১৯/০৭-২০৩৩ খ্রি:
সময়: ০৯ ঘটিকা।

হবিগঞ্জ







job cybernauts job cybernauts

এরকম আরো চাকরির বিজ্ঞপ্তি পেতে আমাদের ফেসবুক পেইজটি ফলো করুন, ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করুন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক গ্রুপেও জয়েন করতে পারেন। ধন্যবাদ।


job cybernauts

Post a Comment

নবীনতর পূর্বতন
Right click is disabled for this website.