বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ


বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ। 

বিজ্ঞপ্তি প্রকাশিত : ১৯ মে ২০২২
আবেদনের মাধ্যম : নির্ধারিত ফরম
আবেদনের শেষ তারিখ : ২০ জুন ২০২২


বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে সম্প্রতি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বেশ কিছু জনবল নিয়োগ করা হবে। যার মধ্যে রয়েছে কম্পিউটার অপারেটর, চালক, মালী, প্যাকার, পরিচ্ছন্নতাকর্মী ও অন্যান্য। 

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে নিম্নবর্ণিত কর্মচারীদের শূণ্য পদসমূহে বিধি মোতাবেক প্রদেয় অন্যান্য ভাতাদিসহ পদের বিপরীতে উল্লেখিত জাতীয় বেতন স্কেলে নিয়োগের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে নির্ধারিত ফরমে দরখাস্ত আহ্ববান করা যাচ্ছে। 


ক্রমিক নং পদের নাম, গ্রেড ও বেতন স্কেল পদের সংখ্যা
০১ ওয়ার্ড প্রসেসিং অপারেটর
গ্রেড-১১ (টাকা ১২৫০০-৩০২৩০)
০১টি।
০২ ওয়ার্ড প্রসেসিং অপারেটর কাম রিসেপশনিস্ট
গ্রেড-১১ (টাকা ১২৫০০-৩০২৩০)
০১টি।
০৩ ইলেকট্রিশিয়ান 
গ্রেড-১৩ (টাকা ১১০০০-২৬৫৯০)
০১টি।
০৪ গাড়ী চালক
গ্রেড-১৫ (টকা ৯৭০০-২৩৪৯০)
০১টি।
০৫ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
গ্রেড-১৬ (টাকা ৯৩০০-২২৪৯০)
০২টি।
০৬ নিম্নমান সহকারী
গ্রেড-১৬ (টাকা ৯৩০০-২২৪৯০)
০১টি।
০৭ বুক সর্টার
গ্রেড-১৬ (টাকা ৯৩০০-২২৪৯০)
০১টি।
০৮ নিরাপত্তা প্রহরী
গ্রেড-১৯ (টাকা ৮৫০০-২০৫৭০)
০৫টি।
০৯ অফিস সহায়ক 
গ্রেড-২০ (টাকা ৮২৫০-২০০১০)
০২টি।
১০ মালী
গ্রেড-২০ (টাকা ৮২৫০-২০০১০)
০১টি।
১১ প্যাকার
গ্রেড-২০ (টাকা ৮২৫০-২০০১০)
০১টি।
১২ পরিচ্ছন্নতাকর্মী
গ্রেড-২০ (টাকা ৮২৫০-২০০১০)
০৩টি।


প্রাপ্ত আবেদনপত্র সমূহ প্রাথমিকভাবে বাছাইয়ের পর প্রার্থীত পদে নিয়োগের জন্য ০৩ (তিন) পর্যায়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

০১। লিখিত পরীক্ষা। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের জন্য (৪র্থ শ্রেণী ব্যতীত) 

০২। কম্পিউটার ও আইসিটি টেস্ট/প্রাকটিক্যাল টেস্ট এবং প্রাগুক্ত উভয় পরীক্ষায় উত্তীর্ণদের জন্য 

০৩। মৌখিক পরীক্ষা। কম্পিউটার চালনায় দক্ষতা না থাকলে আবেদন করার প্রয়োজন নাই। 

আবেদনের শেষ তারিখ ২০/০৬/২০২২ ইং। 




বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কর্মচারী নিয়োগের জন্য সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার শর্তবলী-

ক্রমিক নং : ০১
পদের নাম : ওয়ার্ড প্রসেসিং অপারেটর
পদের সংখ্যা : ০১টি
গ্রেড ও বেতন স্কেল : গ্রেড-১১ (টাকা ১২৫০০-৩০২৩০)
বয়স : ১৮ থেকে ৩০ বছর 
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার শর্তাবলী :
ক) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় জিপিএ ২.৫/২য় বিভাগ এবং স্নাতক ডিগ্রীতে ২য় শ্রেণী/সিজিপিএ ২.৫। 
খ) স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার পরিচালনার উপর ০১ (এক) বছর মেয়াদী পেশাগত ডিপ্লোমা। প্রার্থীকে বাংলায় ইংরেজিতে কম্পিউটার এ্যাপটিচুট টেস্ট/ডাটা এন্ট্রি ও ডাটা প্রসেসিং সহ অন্যান্য ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ডেক্সটপ পাবলিকেশন (ডিটিপি) অভিজ্ঞ প্রার্থীদেরকে অগ্রাধিকার দেয়া হবে। প্রার্থীর বাংলা ও ইংরেজিতে পারদর্শিতা থাকা আবশ্যক। 


ক্রমিক নং : ০২
পদের নাম : ওয়ার্ড প্রসেসিং অপারেটর কাম রিসেপশনিস্ট
পদের সংখ্যা : ০১টি
গ্রেড ও বেতন স্কেল : গ্রেড-১১ (টাকা ১২৫০০-৩০২৩০)
বয়স : ১৮ থেকে ৩০ বছর
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার শর্তাবলী :
ক) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় জিপিএ ২.৫/২য় বিভাগ এবং স্নাতক ডিগ্রীতে ২য় শ্রেণী/সিজিপিএ ২.৫। 
খ) স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার পরিচালনার উপর ০১ (এক) বছর মেয়াদী পেশাগত ডিপ্লোমা। প্রার্থীকে বাংলায় ইংরেজিতে কম্পিউটার এ্যাপটিচুট টেস্ট/ডাটা এন্ট্রি ও ডাটা প্রসেসিং সহ অন্যান্য ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ডেক্সটপ পাবলিকেশন (ডিটিপি) অভিজ্ঞ প্রার্থীদেরকে অগ্রাধিকার দেয়া হবে। প্রার্থীর বাংলা ও ইংরেজিতে পারদর্শিতা থাকা আবশ্যক।


ক্রমিক নং : ০৩
পদের নাম : ইলেকট্রিশিয়ান
পদের সংখ্যা :০১টি
গ্রেড ও বেতন স্কেল : গ্রেড-১৩ (টাকা ১১০০০-২৬৫৯০)
বয়স : ১৮ থেকে ৩০ বছর
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার শর্তাবলী : ইলেকট্রিক ট্রেড কোর্স পাসসহ এবিসি লাইসেন্সধারী ইলেকট্রিশিয়ান হিসেবে ০৩ (তিন) বছরের অভিজ্ঞতা। অথবা এসএসসি পাসসহ কোন প্রতিষ্ঠানে ইলেকট্রিশিয়ান হিসেবে কমপক্ষে ০৫ (পাঁচ) বছর কাজের অভিজ্ঞতা।


ক্রমিক নং :০৪
পদের নাম : গাড়ী চালক
পদের সংখ্যা : ০১টি
গ্রেড ও বেতন স্কেল : গ্রেড-১৫ (টকা ৯৭০০-২৩৪৯০)
বয়স : ১৮ থেকে ৩০ বছর
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার শর্তাবলী : কমপক্ষে এসএসসি পাস। বৈধ লাইসেন্সসহ গাড়ী চালনায় কমপক্ষে ০৫ (পাঁচ) বছরের অভিজ্ঞতা। প্রার্থীকে ৬/৬ দৃষ্টি শক্তিসহ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। ট্রাফিক আইন-কানুন সম্পর্কে সম্যক ধারণা এবং যানবাহন ও লগবই রক্ষণাবেক্ষণে দক্ষতা  থাকিতে হইবে। 
 

ক্রমিক নং : ০৫
পদের নাম : অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদের সংখ্যা : ০২টি
গ্রেড ও বেতন স্কেল : গ্রেড-১৬ (টাকা ৯৩০০-২২৪৯০)
বয়স : ১৮ থেকে ৩০ বছর
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার শর্তাবলী : ক) মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় জিপিএ ২.৫/২য় বিভাগ। 
খ) প্রার্থীর বাংলা ও ইংরেজিতে পারদর্শিতাসহ এমএস ওয়ার্ড ও এক্সেল -এ ব্যবহারিক জ্ঞান থাকা আবশ্যক। 
গ) সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীকে অগ্রাধিকার দেয়া যেতে পারে। 


ক্রমিক নং : ০৬
পদের নাম : নিম্নমান সহকারী
পদের সংখ্যা
০১টি
গ্রেড ও বেতন স্কেল : গ্রেড-১৬ (টাকা ৯৩০০-২২৪৯০)
বয়স : ১৮ থেকে ৩০ বছর
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার শর্তাবলী : ক) মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় জিপিএ ২.৫/২য় বিভাগ। 
খ) প্রার্থীর বাংলা ও ইংরেজিতে পারদর্শিতাসহ এমএস ওয়ার্ড ও এক্সেল -এ ব্যবহারিক জ্ঞান থাকা আবশ্যক। 
গ) সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীকে অগ্রাধিকার দেয়া যেতে পারে। 


ক্রমিক নং : ০৭
পদের নাম : বুক সর্টার
পদের সংখ্যা : ০১টি
গ্রেড ও বেতন স্কেল : গ্রেড-১৬ (টাকা ৯৩০০-২২৪৯০)
বয়স :১৮ থেকে ৩০ বছর
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার শর্তাবলী : ক) মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় জিপিএ ২.৫/২য় বিভাগ।
খ) প্রার্থীর বাংলা ও ইংরেজিতে পারদর্শিতাসহ এমএস ওয়ার্ড ও এক্সেল -এ ব্যবহারিক জ্ঞান থাকা আবশ্যক। 
গ) গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞানে সার্টিফিকেটধারীদের অগ্রাধিকার দেয়া যেতে পারে। 


ক্রমিক নং : ০৮
পদের নাম : নিরাপত্তা প্রহরী
পদের সংখ্যা : ০৫টি
গ্রেড ও বেতন স্কেল : গ্রেড-১৯ (টাকা ৮৫০০-২০৫৭০)
বয়স : ১৮ থেকে ৩০ বছর
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার শর্তাবলী : কমপক্ষে এসএসসি পাস এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। সর্বনিম্ন উচ্চতা ৫' ৬'' (পাঁচ ফুট ছয় ইঞ্চি), বুক-৩২''  (বত্রিশ ইঞ্চি) থেকে ৩৬'' (ছত্রিশ ইঞ্চি)। নিরাপত্তা সংশ্লিষ্ট পদে (সকল পর্যায়ের বেতন স্কেল-এর ক্ষেত্রে প্রযোজ্য) নিয়োগের বিষয়ে সেনাবাহিনীর অথবা পুলিশ বাহিনীতে কাজ করার অভিজ্ঞতা বা আনসার-ভিডিপির প্রশিক্ষণ অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।


ক্রমিক নং : ০৯
পদের নাম : অফিস সহায়ক
পদের সংখ্যা : ০২টি
গ্রেড ও বেতন স্কেল : গ্রেড-২০ (টাকা ৮২৫০-২০০১০)
বয়স : ১৮ থেকে ৩০ বছর
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার শর্তাবলী : কমপক্ষে এসএসসি পাস এবং সুস্বাস্থ্য ও সৎ চরিত্রের অধিকারী হতে হবে। কম্পিউটার চালনায় জ্ঞান সম্পন্ন ও পেশাগত অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেয়া হবে।


ক্রমিক নং : ১০
পদের নাম : মালী
পদের সংখ্যা : ০১টি
গ্রেড ও বেতন স্কেল : গ্রেড-২০ (টাকা ৮২৫০-২০০১০)
বয়স : ১৮ থেকে ৩০ বছর
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার শর্তাবলী : কমপক্ষে এসএসসি পাসসহ বাগান পরিচর্যা, গাছপালা রক্ষণাবেক্ষণে পারদর্শিতাসহ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। সংশ্লিস্ট কাজে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। 


ক্রমিক নং : ১১
পদের নাম : প্যাকার
পদের সংখ্যা : ০১টি
গ্রেড ও বেতন স্কেল : গ্রেড-২০ (টাকা ৮২৫০-২০০১০)
বয়স : ১৮ থেকে ৩০ বছর
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার শর্তাবলী : কমপক্ষে অষ্টম শ্রেণি পাস। প্যাকিং কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেয়া যেতে পারে। 


ক্রমিক নং : ১২
পদের নাম : পরিচ্ছন্নতাকর্মী
পদের সংখ্যা : ০৩টি
গ্রেড ও বেতন স্কেল : গ্রেড-২০ (টাকা ৮২৫০-২০০১০)
বয়স : ১৮ থেকে ৩০ বছর
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার শর্তাবলী : কমপক্ষে অষ্টম শ্রেণি পাস এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ।



০১। আবেদনপত্রের সঙ্গে সার্টিফিকেট, মার্কশীট/গ্রেডশীট, প্রশিক্ষণ (কম্পিউটার ও অন্যান্য প্রশিক্ষণ) ও অভিজ্ঞতার সনদপত্র, জন্ম-সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের অনুলিপি ও পাসপোর্ট সাইজের ২ কপি ছবিসহ ১০০/- (একশত) টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার “বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, গাজীপুর-১৭০৫,`` বরাবর প্রেরণ করতে হবে। উপরিউক্ত কাগজপত্রের অনুলিপি ও প্রার্থীর ছবি সত্যায়ন করার প্রয়োজন নেই। সংশ্লিষ্ট কাগজপত্রসহ ০২ (দুই) সেট আবেদনপত্র জমা দিতে হবে। 

০২। সরকারি বিধি মতে কোটা সংরক্ষণ করা হবে। এক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্রাদি দাখিল করতে হবে। 

০৩। আবেদনকারীকে জনতা ব্যাংকের যে কোন শাখা থেকে “বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, গাজীপুর-১৭০৫, বরাবরে প্রার্থীত পদের জন্য ১০০/- (একশত) টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার (অফেরৎযোগ্য) আবেদনপত্রের সাথে যুক্ত করতে হবে। পোস্টাল অর্ডার গ্রহণযোগ্য নয়। 

০৪। আবেদনকারীকে নির্ধারিত আবেদন ফরমে স্ব-হস্তে পূরণকৃত নিজের নাম, পিতা/স্বামীর নাম, মাতার নাম, স্থায়ী ও বর্তমান ঠিকানা, মোবাইল নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বর, ইমেইল এ্যাড্রেস (যদি থাকে), জন্ম তারিখ, ২০/০৬/২০২২ তারিখে বয়স, জাতীয়তা, শিক্ষাগত যোগ্যতা (পরীক্ষার নাম, প্রাপ্ত শ্রেণি/বিভাগ/জিপিএ/সিজিপিএ, পাসের সন, বোর্ড/বিশ্ববিদ্যালয়), চাকুরীর অভিজ্ঞতা (যথা: পদের নাম, চাকুরীকাল, নিয়োগকারী কর্তৃপক্ষের নাম-ঠিকানা) ইত্যাদি উল্লেখ করতে হবে। 

০৫। সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের ফরোয়ার্ডিং লেটার/অগ্রায়নসহ নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র (প্রত্যয়ন করার প্রয়োজন নাই) সংযোজন পূর্বক মোট ০২ (দুই) সেট আবেদনপত্র “রেজিস্টার, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, গাজীপুর-১৭০৫, বরাবর ২০/০৬/২০২২ তারিখের মধ্যে ডাকযোগে বা কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে প্রেরণ করতে হবে। অথবা নিজ হাতে/প্রতিনিধির মাধ্যমে রেজিস্টার অফিসে জমা দিতে হবে। রেজিস্টার অফিসে আবেদনপত্র সরাসরি জমা দেয়া হলে প্রাপ্তি স্বীকারপত্র দেয়া হবে। আবেদনপত্রের সাথে দাখিলকৃত কোন কিছুই ফেরত দেয়া হবে না। 

০৬। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কর্মরত (স্থায়ী/অস্থায়ী/অনিয়মিত) প্রার্থীদের ক্ষেত্রে শর্ত শিথিলযোগ্য। 

০৭। প্রার্থীকে তার প্রার্থীত পদের নাম খামের উপরে স্পষ্টাক্ষরে লিখতে হবে এবং কোটাভূক্ত প্রার্থীর ক্ষেত্রে খামের উপরে নির্দিষ্ট কোটার নামও লিখতে হবে। 

০৮। তৃতীয় লিঙ্গ ও প্রতিবন্ধী প্রার্থীদের অগ্রাধিকার দেয়া যেতে পারে। 

০৯। ভূয়া তথ্য সম্বলিত/অসম্পূর্ণ/ত্রুটিপূর্ণ আবেদনপত্র অথবা নির্ধারিত অংকের ব্যাংক ড্রাফট/পে-অর্ডার সংযুক্তি ব্যতীত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। 

১০। এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের কারণে কর্তৃপক্ষ আবেদনকারীর পরীক্ষা গ্রহণ করতে বা তাকে প্রার্থীত পদে নিয়োগ দিতে বাধ্য থাকবে না। 

১১। সকল পদের জন্য দূরশিক্ষণ প্রতিষ্ঠানে কর্মরত অভিজ্ঞ প্রার্থী ও অভ্যন্তরীণ যোগ্যতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেয়া যেতে পারে। 

১২। সকল প্রকার কর্মচারী পদের ক্ষেত্রে (৪র্থ শ্রেণী ব্যতীত) প্রার্থীর কম্পিউটার লিটারেসি (বিশেষ করে বাংলা ও ইংরেজিতে কম্পোজ করা), কম্পিউটার চালনা, সাবলিলভাবে ইন্টারনেট ব্যবহার (ই-মেইলে তথ্য আদান-প্রদানসহ)  এর বাস্তব জ্ঞান ও পারদর্শিতা থাকতে হবে। 

১৩। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে কোন বিভাগ/স্কুলে কর্মরত প্রার্থীর অভিজ্ঞতা অন্য যে কোন পরবর্তী পদে নিয়োগের জন্য সংশ্লিষ্ট পদের প্রয়োজনীয় অভিজ্ঞতা হিসেবে সমভাবে বিবেচিত হবে। 

১৪। নিয়োগপ্রাপ্তদের বাসা/ফ্ল্যাটের প্রাপ্যতা সাপেক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বসবাস করতে হবে। কর্তৃপক্ষের লিখিত অনুমতি ব্যতীত কোন কর্মচারী ক্যাম্পাসের বাইরে বসবাস করতে পারবেন না।

১৫। প্রাপ্ত আবেদনপত্র সমূহ প্রাথমিক বাছাইয়ের পর প্রার্থীত পদে নিয়োগের জন্য তিন পর্যায়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। যেমন: 

ক) লিখিত পরীক্ষা (ভাষাগত ও যোগাযোগ দক্ষতাসহ প্রার্থীর সার্বিক ভাব প্রকাশের স্বরূপ নিরূপণ-এর জন্য), লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের জন্য (৪র্থ শ্রেণী ব্যতীত) 

খ) কম্পিউটার লিটারেসি টেস্ট (মূলত: ইন্টারনেট ও মাইক্রোসফট অফিস স্যুট ব্যবহারের দক্ষতা নিরূপণের জন্য) এবং প্রাগুক্ত উভয় পরীক্ষায় উত্তীর্ণদের জন্য

গ) মৌখিক পরীক্ষা। যে কোন প্রকার পরীক্ষায় অংশগ্রহণের জন্য টিএ/ডিএ প্রদান করা হবে না। 









Post a Comment

নবীনতর পূর্বতন
Right click is disabled for this website.