বিজ্ঞপ্তি প্রকাশ | : | ২৭ মে ২০২২ ইং |
সংস্থার নাম | : | শক্তি ফাউন্ডেশন |
আবেদনের মাধ্যম | : | ডাকযোগে |
আবেদনের শেষ তারিখ | : | ৩০ জুন ২০২২ ইং |
‘‘শক্তি ফাউন্ডেশন ফর ডিসএ্যাডভান্টেজড উইমেন‘‘ -একটি ক্ষুদ্র ঋণ সংস্থা যা ১৯৯২ সাল থেকে সুবিধা বঞ্চিত মহিলাদের দারিদ্র বিমোচনে কাজ করে আসছে। সংস্থার কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে চট্টগ্রাম বিভাগ, সিলেট বিভাগ, খুলনা বিভাগ, বরিশাল বিভাগ এবং ঢাকা বিভাগের জেলা সমূহের প্রার্থীদের নিকট হতে অগ্রাধিকার ভিত্তিতে মাইক্রোফাইন্যান্স, ক্ষুদ্র উদ্যোগ ঋণ (SME) এবং হেলথ প্রোগ্রামে নিম্নোক্ত পদের জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে। এছাড়াও অন্যান্য জেলার প্রার্থীরাও আবেদন করতে পারবেন।
ক্রমিক নং | : | ০১ |
পদের নাম | : | ট্রেইনি ক্রেডিট অফিসার |
শিক্ষাগত যোগ্যতা | : | স্নাতক |
বয়স | : | সর্বোচ্চ ৩২ বছর |
অভিজ্ঞতা | : | অভিজ্ঞতার প্রয়োজন নেই। |
পদ সংখ্যা | : | ৪০০ জন |
মাসিক প্রশিক্ষণ ভাতা (প্রশিক্ষণকাল ৩ মাস) |
: | ১৫,০০০ টাকা। |
মাসিক বেতন ও ভাতা প্রশিক্ষণ পরবর্তী (স্থায়ী করণের পরে) |
: | ২০,০০০ টাকা। |
প্রশিক্ষণকালঃ নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা তিন মাস ট্রেইনি ক্রেডিট অফিসার পদে প্রশিক্ষণে থাকবেন। সফলভাবে প্রশিক্ষণ সমাপ্তকারীদেরকে তিন মাস পরে ক্রেডিট অফিসার পদে স্থায়ী করণ করা হবে।
ক্রমিক নং | : | ০২ |
পদের নাম | : | অ্যাকাউন্টেন্ট |
শিক্ষাগত যোগ্যতা | : | স্নাতক/স্নাতকোত্তর (অ্যাকাউন্টিং/ফিন্যান্স/ম্যানেজমেন্ট) |
বয়স | : | সর্বোচ্চ ৩২ বছর |
অভিজ্ঞতা | : | ক্ষুদ্র ঋণ কার্যক্রমে (শাখা পর্যায়ে) অ্যাকাউন্টেন্ট/হিসাবরক্ষক হিসেবে কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। |
পদ সংখ্যা | : | ১২০ জন |
মাসিক বেতন ও অন্যান্য সকল ভাতা (শিক্ষানবিশকালে) | : | ২০,০০০ টাকা |
মাসিক বেতন ও অন্যান্য সকল ভাতা (স্থায়ী করণের পরে) | : | ২২,০০০ টাকা |
ক্রমিক নং | : | ০৩ |
পদের নাম | : | শাখা ব্যবস্থাপক |
শিক্ষাগত যোগ্যতা | : | স্নাতক/স্নাতকোত্তর |
বয়স | : | সর্বোচ্চ ৪২ বছর |
অভিজ্ঞতা | : | স্বনামধন্য প্রতিষ্ঠানে ক্ষুদ্রঋণ/ক্ষুদ্র উদ্যোগ ঋণ কর্মসূচিতে শাখা ব্যবস্থাপক পদে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। |
পদ সংখ্যা | : | ৮০ জন |
মাসিক বেতন ও অন্যান্য সকল ভাতা (শিক্ষানবিশকালে) | : | ৩০,০০০ টাকা থেকে ৩৬,০০০ টাকা |
মাসিক বেতন ও অন্যান্য সকল ভাতা (স্থায়ী করণের পরে) | : | ৩২,৫০০ টাকা থেকে ৩৯,০০০ টাকা |
ক্রমিক নং | : | ০৪ |
পদের নাম | : | এরিয়া সুপারভাইজার |
শিক্ষাগত যোগ্যতা | : | স্নাতক/স্নাতকোত্তর |
বয়স | : | সর্বোচ্চ ৪৫ বছর |
অভিজ্ঞতা | : | স্বনামধন্য প্রতিষ্ঠানে ক্ষুদ্রঋণ/ক্ষুদ্র উদ্যোগ ঋণ কর্মসূচিতে এরিয়া ম্যানেজা/সুপারভাইজার হিসেবে কমপক্ষে ৫টি শাখা এবং ১৫ কোটি টাকা ঋণ স্থিতি পরিচালনায় ২ বছরের অভিজ্ঞতা। |
পদ সংখ্যা | : | ৩০ জন |
মাসিক বেতন ও অন্যান্য সকল ভাতা (শিক্ষানবিশকালে) | : | ৪১,০০০ টাকা থেকে ৪৪,০০০ টাকা |
মাসিক বেতন ও অন্যান্য সকল ভাতা (স্থায়ী করণের পরে) | : | ৪৪,০০০ টাকা থেকে ৪৭,০০০ টাকা |
ক্রমিক নং | : | ০৫ |
পদের নাম | : | ফাইন্যান্স সুপারভাইজার |
শিক্ষাগত যোগ্যতা | : | স্নাতক/স্নাতকোত্তর (অ্যাকাউন্টিং/ফিন্যান্স/ম্যানেজমেন্ট) |
বয়স | : | সর্বোচ্চ ৪৫ বছর |
অভিজ্ঞতা | : | ক্ষুদ্রঋণ কার্যক্রমে (শাখা পর্যায়ে) ফাইন্যান্স সুপারভাইজার হিসেবে ২ বছরের অভিজ্ঞতা এবং ৫টি শাখা পরিচালনায় অভিজ্ঞতা অথবা অ্যাকাউন্টেন্ট/হিসাবরক্ষক/অডিটর হিসেবে ৫ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। |
পদ সংখ্যা | : | ০৮ জন |
মাসিক বেতন ও অন্যান্য সকল ভাতা (শিক্ষানবিশকালে) | : | ৩৫,৩০০ টাকা থেকে ৩৬,৩০০ টাকা (এর অতিরিক্ত হিসেবে প্রতিমাসে জিএসএ ও কনভেন্স অ্যানাউন্স ৫,৫০০ টাকা থেকে ৯,০০০ টাকা প্রাপ্য হবে।) |
মাসিক বেতন ও অন্যান্য সকল ভাতা (স্থায়ী করণের পরে) | : | ৩৮,৩০০ টাকা থেকে ৩৯,৩০০ টাকা (এর অতিরিক্ত হিসেবে প্রতিমাসে ডিএসএ ও কনভেন্স অ্যালাউন্স ৫,৫০০ টাকা থেকে ৯,০০০ টাকা প্রাপ্য হবে।) |
ক্রমিক নং | : | ০৬ |
পদের নাম | : | রিজিওন হেড |
শিক্ষাগত যোগ্যতা | : | স্নাতক/স্নাতকোত্তর |
বয়স | : | সর্বোচ্চ ৪৮ বছর |
অভিজ্ঞতা | : | স্বনামধন্য প্রতিষ্ঠানে ক্ষুদ্রঋণ/ক্ষুদ্র উদ্যোগ কর্মসূচিতে রিজিওনাল ম্যানেজার/জোনাল ম্যানেজার হিসেবে কমপক্ষে ২০টি শাখা এবং ৬০ কোটি টাকা ঋণ স্থিতি পরিচালনায় ৫ বছরের অভিজ্ঞতা। |
পদ সংখ্যা | : | ৮ জন |
মাসিক বেতন ও অন্যান্য সকল ভাতা (শিক্ষানবিশকালে) | : | মাসিক বেতন ৬০, ০০০ টাকা থেকে ৬৬,০০০ টাকা, এর অতিরিক্ত হিসেবে প্রতিমাসে ডিএসএ ও কনভেন্স অ্যালাউন্স ৬,০০০ টাকা থেকে ৯,৫০০ টকা প্রাপ্য হবে। |
মাসিক বেতন ও অন্যান্য সকল ভাতা (স্থায়ী করণের পরে) | : | মাসিক বেতন ৬০, ০০০ টাকা থেকে ৬৬,০০০ টাকা, এর অতিরিক্ত হিসেবে প্রতিমাসে ডিএসএ ও কনভেন্স অ্যালাউন্স ৬,০০০ টাকা থেকে ৯,৫০০ টকা প্রাপ্য হবে। |
ক্রমিক নং | : | ০৭ |
পদের নাম | : | সিনিয়র রিলেশনশীপ অফিসার |
শিক্ষাগত যোগ্যতা | : | স্নাতক/স্নাতকোত্তর |
বয়স | : | সর্বোচ্চ ৩৫ বছর |
অভিজ্ঞতা | : | স্বনামধন্য প্রতিষ্ঠানে ক্ষুদ্র উদ্যোগ ঋণ/এন্টারপ্রাইজ ঋণ/এসএমই কর্মকর্তা পদে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। |
পদ সংখ্যা | : | ৮০ জন |
মাসিক বেতন ও অন্যান্য সকল ভাতা (শিক্ষানবিশকালে) | : | ২৮,৯৫০ টাকা থেকে ৩৩,৯৫০ টাকা |
মাসিক বেতন ও অন্যান্য সকল ভাতা (স্থায়ী করণের পরে) | : | ৩১,৯৫০ টাকা থেকে ৩৭,৯৫০ টাকা |
ক্রমিক নং | : | ০৮ |
পদের নাম | : | রিলেশনশীপ ম্যানেজার |
শিক্ষাগত যোগ্যতা | : | স্নাতক/স্নাতকোত্তর |
বয়স | : | সর্বোচ্চ ৪২ বছর |
অভিজ্ঞতা | : | স্বনামধন্য প্রতিষ্ঠানে ক্ষুদ্র উদ্যোগ ঋণ/এন্টারপ্রাইজ ঋণ/এসএমই ঋণ কর্মসূচিতে শাখা ব্যবস্থাপক পদে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। |
পদ সংখ্যা | : | ১৫ জন |
মাসিক বেতন ও অন্যান্য সকল ভাতা (শিক্ষানবিশকালে) | : | ৩৩,০০০ টাকা থেকে ৩৯,০০০ টাকা |
মাসিক বেতন ও অন্যান্য সকল ভাতা (স্থায়ী করণের পরে) | : | ৩৫,০০০ টাকা থেকে ৪২,০০০ টাকা |
ক্রমিক নং | : | ০৯ |
পদের নাম | : | এরিয়া কো-অর্ডিনেটর |
শিক্ষাগত যোগ্যতা | : | স্নাতক/স্নাতকোত্তর |
বয়স | : | সর্বোচ্চ ৪৫ বছর |
অভিজ্ঞতা | : | স্বনামধন্য প্রতিষ্ঠানে ক্ষুদ্র উদ্যোগ ঋণ/এন্টারপ্রাইজ ঋণ/এসএমই কর্মসূচিতে এরিয়া ম্যানেজার/সুপারভাইজার হিসেবে কমপক্ষে ৪টি শাখা এবং ২০ কোটি টাকা ঋণ স্থিতি পরিচালনায় ২ বছরের অভিজ্ঞতা। |
পদ সংখ্যা | : | ২০ জন |
মাসিক বেতন ও অন্যান্য সকল ভাতা (শিক্ষানবিশকালে) | : | ৪৪,৯০০ টাকা থেকে ৫২,৯০০ টাকা |
মাসিক বেতন ও অন্যান্য সকল ভাতা (স্থায়ী করণের পরে) | : | ৪৯,৯০০ টাকা থেকে ৫৭,৯০০ টাকা |
ক্রমিক নং | : | ১০ |
পদের নাম | : | রিজিওনাল কো-অর্ডিনেটর |
শিক্ষাগত যোগ্যতা | : | স্নাতক/স্নাতকোত্তর |
বয়স | : | সর্বোচ্চ ৪৫ বছর |
অভিজ্ঞতা | : | স্বনামধন্য প্রতিষ্ঠানে ক্ষুদ্র উদ্যোগ ঋণ/এন্টারপ্রাইজ ঋণ/এসএমই কর্মসূচিতে রিজিওনাল ম্যানেজার হিসেবে কমপক্ষে ১৫টি শাখা এবং ৮০ কোটি টাকা ঋণ স্থিতি পরিচালনায় ৫ বছরের অভিজ্ঞতা। |
পদ সংখ্যা | : | ০৪ জন |
মাসিক বেতন ও অন্যান্য সকল ভাতা (শিক্ষানবিশকালে) | : | ৫৬,৫০০ টাকা থেকে ৬৭,০০০ টাকা |
মাসিক বেতন ও অন্যান্য সকল ভাতা (স্থায়ী করণের পরে) | : | ৫৯,৫০০ টাকা থেকে ৭১,৫০০ টাকা |
শক্তি ফাউন্ডেশন এর হেলথ প্রোগ্রামের আওতায় সমগ্র দেশ ব্যাপী শক্তি মেডিকেল কেয়ার সেন্টার (SMCC) পরিচালনার লক্ষ্যে স্থানীয় পর্যায়ে নিম্নোক্ত পদের জন্য যোগ্য প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা হয়েছে। উল্লেখ্য যে, ময়মনসিংহ, জামালপুর, গাজীপুর, শেরপুর, ঢাকা-নাবাবগঞ্জ, নারায়নগঞ্জ, মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ, নরসিংদী, কুমিল্লা (চৌদ্দগ্রাম, মজিদপুর, মুরাদনগর, দেবিদার, দাউদকান্দি), নোয়াখালী, মানিকগঞ্জ, নীলফামারি, জয়পুরহাট, বগুড়া, নওগাঁ, রাজশাহী, নাটোর, বরিশাল, ফরিদপুর, কুষ্টিয়া, ঝিনাইদাহ, যশোর, ঝালকাঠী, মাদারীপুর, বান্দরবন, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার সকল থানার প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
ক্রমিক নং | : | ১১ |
পদের নাম | : | মহিলা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট |
শিক্ষাগত যোগ্যতা | : | মেডিকেল ইনস্টিটিউট থেকে ৪ বছরের MATS (Diploma) কোর্স সম্পন্ন হতে হবে। |
বয়স | : | সর্বোচ্চ ৩০ বছর |
অভিজ্ঞতা | : | সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। |
পদ সংখ্যা | : | ৩০ জন |
মাসিক বেতন | : | ১৫,০০০ টাকা |
১। ১-৫ নং পদের জন্য চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের (পাহাড়ী এলাকায় অবস্থিত শাখাসমূহে কর্মরতদের জন্য) ক্ষেত্রে ১৫০০-২৫০০/- টাকা করে আঞ্চলিক ভাতা প্রদান করা হবে।
২। সংস্থার পলিসি অনুযায়ী দূরত্ব ভাতা (৭৫০-২৫০০/- টাকা, নিজ জেলা থেকে কর্মস্থলের দূরত্ব অনুযায়ী) বৈশাখী ভাতা, বছরে ২টি উৎসব বোনাস সুবিধা,
৩। স্থায়ীকরণের পর সংস্থার পলিসি অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি, ইনক্রিমেন্ট ও প্রমোশনের সুবিধা,
৪। কর্মীদের স্বাস্থ্য সুবিধাসহ দায়িত্বকালীন সময়ে দুর্ঘটনাজনিত চিকিৎসার প্রকৃত খরচ সংস্থা বহন করবে,
৫। সংস্থার পলিসি অনুযায়ী কর্মকালীন সময় মৃত্যুজনিত কারণে সকল কর্মীদের ক্ষেত্রে ১ লক্ষ টাকা পরিবারকে সহায়তা প্রদান,
৬। নারী কর্মীদের জন্য মাতৃত্বকালীন ছুটি ৬ (ছয়) মাস এবং পুরুষ কর্মীদের জন্য পিতৃত্বকালীন ছুটি ৭ (সাত) দিন,
৭। কর্মীর সন্তানদের জন্য শিক্ষাবৃত্তির সুযোগ,
৮। সর্বোচ্চ ছাড়ে দেশের খ্যাতনামা ডায়াগনস্টিক সেন্টাসমূহে প্যাথলজিক্যাল টেস্টের সুবিধা,
৯। সংস্থার পলিসি অনুযায়ী মাঠপর্যায়ের কর্মীদের মাসিক পারফরমেন্সের ভিত্তিতে ইনসেনটিভ সুবিধা।
প্রশিক্ষণ ফি হিসেবে এরিয়া সুপারভাইজার, এরিয়া কো-অর্ডিনেটর, ফাইন্যান্স সুপারভাইজার, শাখা ব্যবস্থাপক, রিলেশনশীপ ম্যানেজার ও সিনিয়র রিলেশনশীপ অফিসার পদের জন্য ৫,০০০ টাকা এবং অ্যাকাউন্টেন্ট পদের জন্য ৬,০০০ টাকা জমা দিতে হবে।
উল্লেখিত ২-১০ (৬ ও ১০ নং ব্যতীত) নং পদের জন্য শিক্ষানবীশকাল ৬ মাস এবং ৬ ও ১০ নং পদের শিক্ষানবীশকাল ১ বছর। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, সদ্য তোলা ০২ (দুই) কপি রঙ্গিন ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে আবেদনপত্রে চাকরির যোগদান ও শেষ কর্মদিবসের তথ্য উল্লেখ্য করতে হবে এবং অভিজ্ঞতার সনদ সংযুক্ত করতে হবে, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং রেফারেন্স হিসেবে আত্মীয় নন এমন দু’জন ব্যক্তির নাম, পেশা, ঠিকানা ও মোবাইল নম্বরসহ নিম্নলিখিত ঠিকানায় আবেদনপত্র আগামী ৩০ জুন ২০২২ ইং তারিখের মধ্যে পাঠাতে হবে।
✜ খামের উপর পদের নাম স্পষ্ট করে লিখতে হবে,
✜ সংস্থার চাহিদা অনুযায়ী নিরাপত্তা নিশ্চয়তার জন্য প্রার্থীকে প্রয়োজনীয় কাগজপত্র প্রদান করতে হবে,
✜ শুধুমাত্র বাছাইকৃত যোগ্য প্রার্থীদের নিয়োগ পরীক্ষার জন্য ডাকা হবে, অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের আবেদন করার প্রয়োজন নেই,
✜ নির্বাচিত প্রার্থীদের জীবন বৃত্তান্তে উল্লেখিত তথ্যাবলী সংস্থার নিজস্ব প্রক্রিয়ায় যাচাই করা হবে,
✜ লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ, স্থান ও সময় মোবাইলে SMS (Shakti -01817-031440) এর মাধ্যমে জানানো হবে।
শক্তি ফাউন্ডেশন নিজস্ব অফিস ব্যতীত অন্য কোন মাধ্যমে (বিকাশ, রকেট, নগদ ইত্যাদি) আর্থিক লেনদেন করে না। নিয়োগ প্রত্যাশী প্রার্থী থেকে কোন প্রতারক চক্র টাকা দাবী করলে না দেওয়ার জন্য সংস্থা থেকে অনুরোধ করেছে।
সিনিয়র ডিরেক্টর, এইচ আর ডিপার্টমেন্ট, শক্তি ফাউন্ডেশন ফর ডিসএ্যাডভান্টেজড উইমেন,বাড়ি নম্বর #৪, রোড নম্বর #১ (মেইন রোড), ব্লক #এ, সেকশন-১১, মিরপুর, পল্লবী, ঢাকা-১২১৬।
এরকম আরো চাকরির বিজ্ঞপ্তি পেতে আমাদের ফেসবুক পেইজটি ফলো করুন, ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করুন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক গ্রুপেও জয়েন করতে পারেন। ধন্যবাদ।
একটি মন্তব্য পোস্ট করুন