বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

নিয়োগ দিবে বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ

বিজ্ঞপ্তি প্রকাশ : ০১ আগষ্ট ২০২২ ইং
আবেদনের মাধ্যম : অনলাইন
আবেদনের শেষ তারিখ : ৩১ আগষ্ট ২০২২ ইং

বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের রাজস্বখাতে নিম্নবর্ণিত কর্মকর্তা/কর্মচারীর শূন্য পদে নিয়োগের উদ্দেশ্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে Online এ দরখাস্ত আহ্বান করা যাচ্ছে:


ক্রমিক নম্বর : ০১
পদের নাম : সহকারি পরিচালক (প্রশাসন)
গ্রেড :
০৯
বেতন স্কেল
:
২২০০০-৫৩০৬০/-
শূণ্য পদের সংখ্যা : ০৫
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : নূন্যতম স্নাতক সম্মানসহ ২য় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রী। অথবা সংশ্লিষ্ট বিষয়ে ০৪ বছর মেয়াদী অনার্স ডিগ্রী। 
যে সকল জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই :                           -


ক্রমিক নম্বর : ০২
পদের নাম : সহকারী পরিচালক
(বিউ/ইএস/শি:স:/ক:অ)
গ্রেড :
০৯
বেতন স্কেল
:
২২০০০-৫৩০৬০/-
শূণ্য পদের সংখ্যা : ১৩
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : নূন্যতম ২য় শ্রেণির এমবিএ অথবা অর্থনীতি, লোকপ্রশাসন, ব্যবস্থাপনা, বিজ্ঞানে স্নাতক সম্মানসহ ২য় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রী। অথবা সংশ্লিষ্ট বিষয়সমূহে ৪ বছর মেয়াদী অনার্স ডিগ্রী। বিবিএ এমবিএ ডিগ্রীধারীদের অগ্রাধিকার দেয়া হবে।
যে সকল জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই :                             -


ক্রমিক নম্বর : ০৩
পদের নাম : সহকারী পরিচালক
(হিসাব/নিরীক্ষা)
গ্রেড :
০৯
বেতন স্কেল
:
২২০০০-৫৩০৬০/-
শূণ্য পদের সংখ্যা : ০১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : বাণিজ্য বিভাগে ন্যূনতম স্নাতক সম্মানসহ ২য় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রী। অথবা বাণিজ্য বিভাগের সংশ্লিষ্ট বিষয়ে ০৪ বছর মেয়াদী অনার্স ডিগ্রী।
যে সকল জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই :                                                        -


ক্রমিক নম্বর : ০৪
পদের নাম : নিরাপত্তা কর্মকর্তা
গ্রেড :
০৯
বেতন স্কেল
:
২২০০০-৫৩০৬০/-
শূণ্য পদের সংখ্যা : ০৩
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : স্নাতক ডিগ্রীসহ সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার/সিনিয়র ওয়ারেন্ট অফিসার বা সম মর্যাদা সম্পন্ন কর্মকর্তা।
যে সকল জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই :                                  -


ক্রমিক নম্বর : ০৫
পদের নাম : সহকারী হিসাবরক্ষণ
কর্মকর্তা/সহকারী নিরীক্ষা কর্মকর্তা
গ্রেড :
১০
বেতন স্কেল
:
১৬০০০-৩৮৬৪০/-
শূণ্য পদের সংখ্যা : ০৯
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : বাণিজ্য বিভাগে ন্যূনতম স্নাতকে ২য় শ্রেণি। হিসাবরক্ষক/ক্যাশিয়ার পদে ন্যূনতম ৩০ বছরের অভিজ্ঞতা।
যে সকল জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই :                      -


ক্রমিক নম্বর : ০৬
পদের নাম : জুনিয়র অডিও ভিজ্যুয়াল অফিসার 
গ্রেড :
১০
বেতন স্কেল
:
১৬০০০-৩৮৬৪০/-
শূণ্য পদের সংখ্যা : ০১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : ন্যূনতম স্নাতক ডিগ্রীসহ ডিজিটাল স্টিল ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি, ফটোশপ বিষয়ে গণমাধ্যম উপযোগী কোর্সসহ ইলেকট্রনিক মিডিয়াম সংবাদ প্রেরণ উপযোগী রেকর্ডিং ও ভিডিও ধারণ বিষয়ে ০৩ বছরের চাকরির অভিজ্ঞতা। 
যে সকল জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই :                                           -


ক্রমিক নম্বর : ০৭
পদের নাম : নিরাপত্তা পরিদর্শক 
গ্রেড :
১৩
বেতন স্কেল
:
১১০০০-২৬৫৯০/-
শূণ্য পদের সংখ্যা : ০৫
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : এইচএসসি পাশসহ সশস্ত্র বাহিনীর কর্পোরাল অথবা সমমর্যাদা সম্পন্ন পদে অবসরপ্রাপ্ত ব্যক্তি। 
যে সকল জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই :                         -


ক্রমিক নম্বর : ০৮
পদের নাম : ক্যাশিয়ার
গ্রেড :
১৩
বেতন স্কেল
:
১১০০০-২৬৫৯০/-
শূণ্য পদের সংখ্যা : ০১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রীসহ সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ০২ বছরের অভিজ্ঞতা। 
যে সকল জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই :                                -


ক্রমিক নম্বর : ০৯
পদের নাম : অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর
গ্রেড :
১৪
বেতন স্কেল
:
১০২০০-২৪৬৮০/-
শূণ্য পদের সংখ্যা : ১৫
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : এইচএসসি পাশ এবং বাংলা ও ইংরেজি কম্পিউটার টাইপে প্রতি মিনিটে যথাক্রমে ২৫ এবং ৩০ শব্দের গতি। 
যে সকল জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই : টাঙ্গাইল, নরসিংদী, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, মুন্সীগঞ্জ, ফরিদপুর, চাঁদপুর, বাহ্মণবাড়িয়া, নোয়াখালী, খাগড়াছড়ি, ফেনী, পাবনা, সিরাজগঞ্জ, কুড়িগ্রাম, নীলফামারী, গাইবান্ধা, লালমনিরহাট, দিনাজপুর, পিরোজপুর, বরিশাল, বরগুনা, ভোলা, পটুয়াখালী, যশোর, নড়াইল, সাতক্ষীরা, বাগেরহাট, ময়মনসিংহ এবং শেরপুর জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। 


ক্রমিক নম্বর : ১০
পদের নাম : সার্ভিস বয়
গ্রেড :
২০
বেতন স্কেল
:
৮২৫০-২০০১০/-
শূণ্য পদের সংখ্যা : ০২
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : অষ্টম শ্রেণি পাশসহ সংশ্লিষ্ট কাজে ০১ বছরের অভিজ্ঞতা। 
যে সকল জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই : পটুয়াখালী, চট্টগ্রাম, ফেনী, রাঙামাটি, বাগেরহাট, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও জয়পুরহাট জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। 


ক্রমিক নম্বর : ১১
পদের নাম : সহকারী বাবুর্চী
গ্রেড :
২০
বেতন স্কেল
:
৮২৫০-২০০১০/-
শূণ্য পদের সংখ্যা : ০২
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : অষ্টম শ্রেণি পাশসহ সংশ্লিষ্ট কাজে ০১ বছরের অভিজ্ঞতা। 
যে সকল জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই : চাঁদপুর, কুমিল্লা, লক্ষ্মীপুর, ঝালকাঠী ও নরসিংদী, জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। 


ক্রমিক নম্বর : ১২
পদের নাম : ডিসপাচ রাইডার
গ্রেড :
২০
বেতন স্কেল
:
৮২৫০-২০০১০/-
শূণ্য পদের সংখ্যা : ০৮
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : এসএসসি পাশসহ মোটরসাইকেল চালানোর দক্ষতা। 
যে সকল জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই : ঢাকা, রাজবাড়ী, যশোর, ঝিনাইদহ, নড়াইল, রংপুর ও ময়মনসিংহ জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। 


ক্রমিক নম্বর : ১৩
পদের নাম : প্লাম্বার সহকারী 
গ্রেড :
২০
বেতন স্কেল
:
৮২৫০-২০০১০/-
শূণ্য পদের সংখ্যা : ০৩
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : অষ্টম শ্রেণি পাশসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ০২ বছরের অভিজ্ঞতা। 
যে সকল জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই : বাগেরহাট, বরিশাল, জামালপুর, যশোর, কুড়িগ্রাম, ময়মনসিংহ, নীলফামারী, পটুয়াখালী, শেরপুর ও সিরাজগঞ্জ জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। 


১) সকল পদে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন;

২) নিয়োগের ক্ষেত্রে সরকারি বিদ্যমান বিধি-বিধান এবং পরিবর্তিত ক্ষেত্রে প্রযোজ্য বিধি-বিধান অসুররন করা হবে;

৩) চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমিতি গ্রহণপূর্বক দরখাস্ত করতে হবে। মৌখিক পরীক্ষর বোর্ডে কর্তৃপক্ষের অনাপত্তিপত্র দাখিল করতে হবে;

৪) ক্রমিক ১ থেকে ৬ এ বর্ণিত পদে শিক্ষাগত যোগ্যতার কোন স্তরে তৃতীয়  শ্রেণী গ্রহনযোগ্য হবে না;

৫) ০১ জুলাই ২০২২ তারিখে ক্রমিক নং ৪ এর নিরাপত্তা কর্মকর্তা পদের প্রার্থীদের বয়সসীমা ৪৫ বছর এবং ক্রমিক ৭ এ নিরাপত্তা পরিদর্শক পদের প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪২ বছর। অন্যান্য সকল পদে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে ০১ জুলাই ২০২২ তারিখে বসয় ১৮-৩০ বছর হতে হবে। মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স ৩২ বছর তবে মুক্তিযোদ্ধার পুত্র বা কন্যার পুত্র/কন্যার ক্ষেত্রে বয়সসীমা ৩০ বছর । বয়স প্রমাণের জন্য কোন এফিডেভিট গ্রহণযোগ্য হবে না;

৬) কোন তথ্য গোপন করে বা ভুল তথ্য প্রদান করে চাকরিতে নিয়োগপ্রাপ্ত হলে এবং পরবর্তীতে যে কোন সময় প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রার্থীর নিযোগাদেশ বাতিলসহ তার বিরূদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে;

৭) সশস্ত্র/অন্যান্য বাহিনীর প্রার্থীর বেলায় মৌখিক পরীক্ষার সময় অবসরের সনদ/খালাসী বই সংযুক্ত করতে হবে;

৮। কোন তদবির বা সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে। কর্তৃপক্ষ কোন কারণ দর্শানো ব্যতিরেকে যেকোন আবেদন গ্রহন বা বাতিলের ক্ষমতা সংরক্ষন করেন;

৯) প্রয়োজনে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে পদসংখ্যা হৃাস/বৃদ্ধি হতে পরে।

 

অনলাইনেআবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী:

পরীক্ষায় অংশগ্রহনে ইচ্ছুক ব্যক্তি https://www.jobcybernauts.com  এই ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে। 

আবেদনেরসময়সীমা নিম্নরূপ:

ক) Online এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদন শুরুর তারিখ ও সময়: ০8/08/2022 সকাল 10:00 টা। Online এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: 31/08/2022 বিকাল ৫:০০ টা। উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগন Online এ আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস এ পরীক্ষায় ফি মজা দিতে পারবেন।

খ) Online আবেদনপত্রে প্রার্থী তাঁর ছবি দৈর্ঘ্য এবং প্রস্থ ৩০০×৩০০ (Pixel) এবং স্বাক্ষর দৈর্ঘ্য এবং প্রস্থ ৩০০×80 (Pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload কবেন।

গ) Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, যেহেতু Online এ আবেদনপত্র Submit করার পূবেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।

ঘ) প্রার্থী Online এ পূরণকৃত আবেদনপত্রের একটি রঙ্গিন প্রিন্টকপি পরীক্ষা সংত্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন।

ঙ) SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদানঃ 

Online এ আবেদনপত্রে (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি ও স্বাক্ষর Upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভূলভাবে আবেদনপত্র Submit করা সম্পন্ন প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Application Copy পাবেন। উক্ত Application Copy প্রার্থী Download পূর্বক রঙ্গীন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। Applicant's কপিতে একটি User ID থাকবে এবং উক্ত User ID ব্যবহার করে প্রার্থী যে কোন Teletalk Prepaid Mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে ক্রমিক ০১-০৬ পর্যন্ত পদের বিপরীতে ৫৬০/- টাকা এবং ক্রমিক ৭-৮ পর্যন্ত পদের বিপরীতে ৪৪৮/- এবং ক্রমিক ৯-১৩ পর্যন্ত ৩৩৬/- টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে পরিশোধ করবেন। বিশেষভাবে উল্লেখ্য যে, Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। 


প্রথম SMS: BEPZA<space>User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে। 
Example: BEPZA ABCDEF 

Reply: Applicant's name, Tk.........will be charged as application fee. Your PIN is 12345678. To pay fee type BEPZA<space>Yes<space>PIN and send to 16222


দ্বিতীয় SMS: BEPZA<space>Yes<space>PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে। 
Example: BEPZA Yes 12345678

Reply: Congratulations Applicant's Name, Payment completed successfully for BEPZA Application for post. User ID is (ABCDEF) and Password (**********)

  

অনুলিটি:

১। সদস্য (বিউ/প্রকৌশল/অর্থ), বেপজা, ঢাকা

২। ব্যবস্থপনা পরিচাকল, টেলিটক বাংলাদেশ লিমিটেড

৩। নির্বাহী পরিচালক (জনসংযোগ), বেপজা,ঢাকা-একটি বহুল প্রচারিত বাংলা ও একটি ইংরেজি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন

৪। ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক (এমআইএস), বেপজা, ঢাকা-বেপজার ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন

৫। নথি

বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ 

BANGLADESH EXPORT PROCESSING ZONE AUTHORITY JOB CIRCULAR 2022

 


এরকম আরো চাকরির বিজ্ঞপ্তি পেতে আমাদের ফেসবুক পেইজটি ফলো করুন, ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করুন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক গ্রুপেও জয়েন করতে পারেন। ধন্যবাদ।


Job Cybernauts

Post a Comment

নবীনতর পূর্বতন
Right click is disabled for this website.