কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ ইং
বিজ্ঞপ্তি প্রকাশিত | ২৬ জুলাই ২০২২ ইং |
---|---|
আবেদনের মাধ্যম | অনলাইন |
আবেদন শুরু | ০১ সেপ্টেম্বর ২০২২ ইং |
আবেদনের শেষ তারিখ | ৩০ সেপ্টেম্বর ২০২২ ইং |
কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে জনবল নিয়োগ ২০২২ ইং
সাম্প্রতিক সময়ে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ ইং প্রকাশিত হয়েছে। কিশোরগঞ্জ জেলার ওয়েবপোর্টাল এ উক্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনারা যারা উক্ত বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করছিলেন তাদের জন্য এই বিজ্ঞপ্তি। উক্ত পদে যারা আবেদন করতে ইচ্ছুক তারা এই বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে তারপর আবেদন করুন। আপনাদের সুবিধার্থে আমরা আমাদের এই ওয়েবসাইটে সম্পুর্ণ বিজ্ঞপ্তিটি হুবহু তুলে ধরার চেষ্টা করেছি। এবং এটা সবসময় করি। নিচে বিজ্ঞপ্তিটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।
চাকরির শিরোনাম
প্রতিষ্ঠানের নাম | জেলা প্রশাসকের কার্যালয় |
চাকরির ধরণ | সরকারি |
চাকরির স্থান | কিশোরগঞ্জ |
পদের সংখ্যা | ১৩০ |
অভিজ্ঞতা | নিচের বিজ্ঞপ্তি দেখুন |
বয়স | ১৮ থেকে ৩০ বছর |
পরীক্ষার ফি | ১১২/- অথবা ৫৬/- টাকা। |
শিক্ষাগত যোগ্যতা | জেএসসি, এসএসসি, এইচএসসি/সমমান |
লিঙ্গ | পুরুষ-মহিলা উভয়ই। |
.
জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ২০২২ ইং
ভূমি অফিস কার্যালয় সমূহে নিম্নবর্ণিত পদসমূহ পূরণের জন্য জাতীয় বেতন স্কেল ২০১৫ মোতাবেক অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের নিমিত্ত কিশোরগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে নিম্নবর্ণিত শর্তে অনলাইনে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন আহ্বান করা যাচ্ছে।
1 | |
---|---|
ক্রমিক নম্বর |
০১ |
পদের নাম |
ড্রাফটম্যান |
পদের সংখ্যা |
০২ (দুই) টি (স্থায়ী রাজস্ব) |
বেতন স্কেল | ৯,৭০০-২৩,৪৯০/- |
গ্রেড | গ্রেড-১৫ |
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা | ক) কোন স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। খ) কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে অন্যূন ০৬ (ছয়) মাসের সিভিল ড্রাফটিং বিষয়ে ট্রেডকোর্স সনদপ্রাপ্ত। |
1 |
1 | |
---|---|
ক্রমিক নম্বর | ০২ |
পদের নাম | নাজির কাম ক্যাশিয়ার |
পদের সংখ্যা | ১৩ (তেরো) টি (স্থায়ী রাজস্ব) |
বেতন স্কেল | ৯,৩০০-২২,৪৯০/- |
গ্রেড | গ্রেড-১৬ |
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা | ক) কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা। গ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ন্যূনতম গতি ইংরেজিতে ২০ শব্দ ও বাংলায় ২০ শব্দ থাকতে হবে। |
1 |
1 | |
---|---|
ক্রমিক নম্বর | ০৩ |
পদের নাম | সার্টিফিকেট পেশকার |
পদের সংখ্যা | ১২ (বারো) টি (স্থায়ী রাজস্ব) |
বেতন স্কেল | ৯,৩০০-২২,৪৯০/- |
গ্রেড | গ্রেড-১৬ |
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা | ক) কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা। গ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ন্যূনতম গতি ইংরেজিতে ২০ শব্দ ও বাংলায় ২০ শব্দ থাকতে হবে। |
1 |
1 | |
---|---|
ক্রমিক নম্বর | ০৪ |
পদের নাম | ক্রেডিট চেকিং-কাম-সায়রাত সহকারী |
পদের সংখ্যা | ১২ (বারো) টি (স্থায়ী রাজস্ব) |
বেতন স্কেল | ৯,৩০০-২২,৪৯০/- |
গ্রেড | গ্রেড-১৬ |
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা | ক) কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা। গ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ন্যূনতম গতি ইংরেজিতে ২০ শব্দ ও বাংলায় ২০ শব্দ থাকতে হবে। |
1 |
1 | |
---|---|
ক্রমিক নম্বর | ০৫ |
পদের নাম | মিউটেশন-কাম-সার্টিফিকেট সহকারী |
পদের সংখ্যা | ১২ (বারো) টি (স্থায়ী রাজস্ব) |
বেতন স্কেল | ৯,৩০০-২২,৪৯০/- |
গ্রেড | গ্রেড-১৬ |
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা | ক) কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা। গ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ন্যূনতম গতি ইংরেজিতে ২০ শব্দ ও বাংলায় ২০ শব্দ থাকতে হবে। |
1 |
1 | |
---|---|
ক্রমিক নম্বর | ০৬ |
পদের নাম | গাড়ি চালক |
পদের সংখ্যা | ১৩ (তেরো) টি (স্থায়ী রাজস্ব) |
বেতন স্কেল | ৯,৩০০-২২,৪৯০/- |
গ্রেড | গ্রেড-১৬ |
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা | ক) কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। খ) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত লাইসেন্সসহ যানবাহন চালনায় পারদর্শী। |
1 |
1 | |
---|---|
ক্রমিক নম্বর | ০৭ |
পদের নাম | ট্রেসার |
পদের সংখ্যা | ০২ (দুই) টি (স্থায়ী রাজস্ব) |
বেতন স্কেল | ৯,৩০০-২২,৪৯০/- |
গ্রেড | গ্রেড-১৬ |
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা | ক) কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। খ) কোনো অনুমোদিত প্রতিষ্ঠান হইতে ড্রয়িং বিষয়ে অন্যূন ০৬ (ছয়) মাসের সার্টিফিকেট কোর্স সনদপ্রাপ্ত। গ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা। ঘ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ন্যূনতম গতি ইংরেজিতে ২০ শব্দ ও বাংলায় ২০ শব্দ থাকতে হবে। |
1 |
1 | |
---|---|
ক্রমিক নম্বর | ০৮ |
পদের নাম | অফিস সহায়ক |
পদের সংখ্যা | ৬১ (একষট্টি) টি (স্থায়ী রাজস্ব) |
বেতন স্কেল | ৮,২৫০-২০,০১০/- |
গ্রেড | গ্রেড-২০ |
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা | ক) কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। |
1 |
1 | |
---|---|
ক্রমিক নম্বর | ০৯ |
পদের নাম | নিরাপত্তা প্রহরী |
পদের সংখ্যা | ০৩ (তিন) টি (স্থায়ী রাজস্ব) |
বেতন স্কেল | ৮,২৫০-২০,০১০/- |
গ্রেড | গ্রেড-২০ |
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা | ক) কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। |
1 |
আবেদনের শর্তাবলী |
এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি পরিশোধের নিয়ম |
প্রথম SMS: DCKISHOREGANJ<space>User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: DCKISHOREGANJ ABCDEF
Reply: Applicant's name, Tk 112/56 will be charged as application fee. Your PIN is 12345678. To pay fee type DCKISHOREGANJ<space>Yes<space>PIN and send to 16222
দ্বিতীয় SMS: DCKISHOREGANJ<space>Yes<space>PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: DCKISHOREGANJ Yes 12345678
Reply: Congratulations Applicant's Name, Payment completed successfully for DCKISHOREGANJ Application for post. User ID is (ABCDEF) and Password (**********)
দ্বিতীয় SMS টি পাঠানোর পর ফিরতি SMS এ Password পাবেন।
চ) SMS এর মাধ্যমে প্রাপ্ত User ID এবং Password টি ভবিষ্যতে প্রয়োজনের নিমিত্তে সংরক্ষণ করতে হবে।
ছ) SMS এ প্রাপ্ত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থান/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র Download পূর্বক প্রিন্ট করে নিবেন। প্রার্থীর প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করতে হবে।
জ) Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষনিক সচল রাখতে হবে। SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।
ঝ) প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি https://www.jobcybernauts.com অথবা কিশোরগঞ্জ জেলার ওয়েবপোর্টাল এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে যোগ্য প্রার্থীদেরকে যথাসময়ে জানানো হবে।
ঞ) Teletalk Pre-paid মোবাইল নম্বর থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন।
DCKISHOREGANJ<space>Help<User<space>User ID & Send To 16222
Example: DCKISHOREGANJ Help User ABCDEF & Send To 16222
DCKISHOREGANJ<space>Help<space>PIN<space>PIN No & Send To 16222
Example: DCKISHOREGANJ Help PIN 12345678 & Send To 16222
ট) অনলাইনে আবেদন ও টাকা জমার কাজটি প্রার্থী নিজে করবেন। এক্ষেত্রে অন্য কোন মাধ্যম থেকে উক্ত কাজটি সম্পন্ন করে প্রার্থী প্রতারিত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
ঠ) অনলাইনে আবেদন করতে কোন সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ অথবা alljobs.query@teletalk.com.bd বা dckishoreganj@mopa.gov.bd ই-মেইল যোগাযোগ করা যাবে। (Mail/মেসেজ এর Subject-এ Organization Name: DCKISHOREGANJ, Post Name: *********, Applicant's User ID ও Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে)।
ড) বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও কিশোরগঞ্জ জেলার ওয়েবপোর্টাল (www.kishoreganj.gov.bd), http://dckishoreganj.teletalk.com.bd এবং QR কোড স্ক্যান এর মাধ্যমে টেলিটকের জব পোর্টাল (https://alljobs.teletalk.com.bd) এ পাওয়া যাবে। নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য (https://www.jobcybernauts.com) ওয়েবসাইট হতে জানা যাবে।
ঢ) ডিক্লারেশনঃ প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোন অযোগ্যতা ধরা পরলে বা কোন প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যে কোন পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।
জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ ইং
এরকম আরো চাকরির বিজ্ঞপ্তি পেতে আমাদের ফেসবুক পেইজটি ফলো করুন, ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করুন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক গ্রুপেও জয়েন করতে পারেন। ধন্যবাদ।
একটি মন্তব্য পোস্ট করুন