চাকরির শিরোনাম
প্রতিষ্ঠানের নাম | পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র |
পোস্টের নাম | টেকনিক্যাল অফিসার (লাইভলিহুড) |
শূণ্যপদ | ০১ (এক) টি। |
Job Skills | Not Specific |
কর্মসংস্থানের অবস্থা | পুরো সময় |
শিক্ষাগত যোগ্যতা | কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কৃষি/পশুপালন/ভেটেনারী/মৎস্যবিজ্ঞান বিষয়ে নূন্যতম বিএসসি ডিগ্রীধারী হতে হবে। উক্ত বিষয়সমূহে স্নাতকোত্তর ডিগ্রীধারীদের অগ্রাধিকার দেয়া হবে। |
অভিজ্ঞতা | N/A |
চাকুরির স্থান | কিশোরগঞ্জ |
বেতন | মাসিক সর্বমোট বেতন ৪২,০০০/- টাকা। |
চাকরির উৎস | alljobs.teletalk.com.bd |
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ | ০৭ নভেম্বর ২০২৩ ইং |
আবেদনের শেষ তারিখ | ২২ নভেম্বর ২০২৩ ইং |
.
সহযোগী সংস্থা কর্তৃক পরিচালিত লাইভলিহুড কার্যক্রম বাস্তবায়ন ও কারিগরি সহায়তা প্রদানের জন্য ফোকাল হিসাবে দায়িত্ব পালন করা।
নির্বাচিত কর্ম এলাকায় প্রকল্পের লক্ষিত জনগোষ্ঠী নির্বাচনে সহায়তা করা।
প্রকল্প বাস্তবায়নে কর্ম পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়ন করা।
প্রশিক্ষণ প্রদানের জন্য সদস্য ও দক্ষ প্রশিক্ষক নির্বাচনের পাশাপাশি প্রশিক্ষণ আয়োজনে সহকারী টেকনিক্যাল অফিসার (লাইভলিহুড) -কে দিক নির্দেশনা প্রদান করা।
সহকারী টেকনিক্যাল অফিসার (লাইভলিহুড) -এর কর্মপরিধি তৈরি ও তদনুযায়ী কাজের ফলোআপ করা।
প্রশিক্ষণপ্রাপ্ত উপকারভোগীদের প্রশিক্ষণ পরবর্তী নিয়মিত ইস্যুভিত্তিক পরামর্শ সেবা প্রদান করা। এক্ষেত্রে তিনি সদস্যদের প্রশিক্ষণ কার্যক্রমের শিক্ষণসমূহ মাঠে বাস্তবায়নে বিষয়টি নিবিড় সুপারভিশন ও মনিটরিং করা।
পরিকল্পনা মাফিক ইস্যুভিত্তিক সভা আয়োজন এবং সংশ্লিষ্ট এলাকায় ভ্যাকসিনেশন/ডিওয়ার্মিং বা অন্যান্য ক্যাম্প আয়োজন।
ইস্যুভিত্তিক সভায় কারিগরি পরামর্শ প্রদানের জন্য বিশেষজ্ঞ ব্যক্তি নির্বাচন এবং পরামর্শ প্রদানে সহযোগিতা করা।
আইজিএ-এর বাস্তবায়নে সংশ্লিষ্ট সরকারি এবং বেসরকারি অফিসের সাথে সংযোগ স্থাপন করা এবং সদস্যদের কৃষি/প্রাণী/মৎস্য সম্পদের রোগবালাই এবং ব্যবস্থাপনা সংক্রান্ত সমস্যা সমাধানকল্পে প্রয়োজনীয় পরামর্শ গ্রহণে উপকারভোগীদের উদ্ধুদ্ধ করা।
প্রাতিষ্ঠানিক বা বড় ক্রেতার সঙ্গে সংশ্লিষ্ট এলাকার চাষীদের সংযোগ স্থাপনে সমন্বয়কের ভূমিকা পালন করা।
দৈনন্দিন কার্যবিবরনী (পরিদর্শিত সমিতির তথ্যসহ) লিপিবদ্ধ করা।
তিনি সংস্থার প্রকল্প সমন্বয়কারীর নিকট রিপোর্ট করবেন এবং সংস্থার টেকনিক্যাল অফিসার (লাইভলিহুড) হিসাবে আরোপিত দায়িত্ব ও কর্তব্য পালনে দায়বদ্ধ থাকবেন।
প্রকল্পের বিভিন্ন ধরণের সভা/সেমিনার/প্রশিক্ষণ এ অংশগ্রহণ করা।
সংস্থা কর্তৃক নির্দেশিত প্রকল্প সংশ্লিষ্ট অন্যান্য দায়িত্ব পালন করা।
👉 মাঠ পর্যায়ে লাইভলিহুড কার্যক্রম (কৃষি বিষয়ক আয়বর্ধনমূলক) বাস্তবায়নে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
👉 পিকেএসএফ-এর প্রকল্পে অতীতে কাজ করেছে এমন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
👉 শারীরিকভাবে সুস্থ, কর্মক্ষম, সাবলীল এবং উন্নত চারিত্রিক গুণাবলী সম্পন্ন হতে হবে।
👉গ্রামীণ পরিবেশে অবস্থান করে অতিদূর্গম/হাওর/চরাঞ্চলে কাজ করার মানসিকতা থাকতে হবে।
👉কম্পিউটার অপারেটিং এ দক্ষতা সম্পন্ন হতে হবে। বাংলা ও ইংরেজিতে প্রতিবেদন লেখায় পারদর্শি হতে হবে।
👉মোটর সাইকেল চালানোর পারদর্শিতা থাকতে হবে। প্রকল্পের কাজের প্রয়োজনে মোটর সাইকেল চালাতে আগ্রহী হতে হবে।
একটি মন্তব্য পোস্ট করুন